‘বিচারক নিয়োগে নীতিমালা প্রয়োজন’

  08-12-2016 06:57AM

পিএনএস ডেস্ক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আদালতে বিচারক নিয়োগে আইন ও নীতিমালা প্রয়োজন। বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিরউর রহমান মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে আইনমন্ত্রী উচ্চ আদালতে বিচারক নিয়োগে যে নীতিমালা ও আইন প্রণয়ণের কথা উল্লেখ করেছিলেন তার সঙ্গে একমত পোষণ করে বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করেন প্রধান বিচারপতি।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, শিগগিরই উচ্চ আদালতে আরো বিচারক নিয়োগ দেয়া প্রয়োজন। কেননা, ইতোমধ্যে অনেক বিচারক অবসরে চলে গেছেন। বিচার বিভাগকে আরো শক্তিশালী করতে ভবিষ্যতে বিচারক নিয়োগে নীতিমালা হবে।

বাংলাদেশকে আরো সমৃদ্ধ ও মাতৃভাষা বাংলার ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

আমাদের ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত আসছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, দেশ ও আন্তর্জাতিক মাতৃভাষা ও সংস্কৃতিকে তুলে ধরতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন- বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট বার সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক ড. বশির আহমেদ প্রমুখ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন