চট্টগ্রামে দুই রেষ্টুরেন্টকে জরিমানা

  09-12-2016 12:14AM

পিএনএস ডেস্ক : চট্টগ্রাম জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসাবে মেট্রোপলিটন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম অলংকার মোড়ে বিভিন্ন খাবার হোটেলে এই অভিযান পরিচালিত হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে আল্লাহর দান ভাতঘর কে ২০হাজার টাকা ও আলিফ রেস্তোরা কে ৫০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
মোবাইল কোর্টের এই অভিযান নিয়মিত অবহ্যাত থাকবে বলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন চট্টগ্রাম জেলাপ্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহি অনুপম।
আইন শৃঙখলা রক্ষার্থে দায়িত্ব পালন করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
এই সময় উপস্থিত জনসাধারণ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করায় জেলা প্রশাসন কে ধন্যবাদ জানান এবং এই অভিযানের ফলে খাবার হোটেল গুলো স্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করবে। যার ফলে জনসাধারণের স্বাস্থ্য অনেকটাই সুরক্ষিত হবে বলে মনে করেন তারা।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন