এমপি লিটন হত্যায় জামায়াত নেতাসহ আটক ৫

  13-01-2017 03:55PM

পিএনএস ডেস্ক: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে জামায়াতের নেতা মোজাম্মেল হক ভুট্টুসহ (৪৮) পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোর রাতে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মোজাম্মেল হক ভুট্টু সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন জামায়েতের সেক্রেটারি ও পশ্চিম বাজার উচ্চ বিদ্যালয়ের পিয়ন। এছাড়া তাৎক্ষণিকভাবে অন্যদের নাম পরিচয় জানা যায়নি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান জানান, এমপি লিটনকে গুলি করে হত্যা মামলায় জড়িত সন্দেহে জামায়াত নেতাসহ পাঁচজনকে আটক করা হয়। আটকদের সুন্দরগঞ্জ থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হবে।

গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দৃর্বৃত্তদের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত চার থেকে পাঁচ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন