চাল আত্মসাৎ : প্রাক্তন চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

  13-01-2017 05:14PM

পিএনএস, জাহিদ শিকদার,পটুয়াখালী : চাল আত্মসাতের মামলায় পটুয়াখালীর গলাচিপার চর কাজল ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলী আহম্মদকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর স্পেশাল জজ আদালতের বিচারক বাসু দেব রায় এ আদেশ দেন। বর্তমানে আসামি পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি গলাচিপা উপজেলার খাদ্য গুদাম থেকে পাঁচ হাজার ৫৫০ কেজি সরকারি ভিজিডির চাল উত্তোলন করেন আলী আহম্মদ। এর পর দুই হাজার ৫০ কেজি চাল কালোবাজারে বিক্রি করে বাকি তিন হাজার ৫০০ কেজি চাল পরিষদের গুদামে মজুদ করেন তিনি।

এ ঘটনায় এলাকাবাসী পরিষদের গুদামে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করেন।

পরে ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান মোল্লা চেয়ারম্যানকে আসামি করে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পটুয়াখালী দুদকের তৎকালীন সহকারী পরিচালক রাম মোহন নাথ মামলাটি তদন্ত শেষে ওই চেয়ারম্যানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ পটুয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক বাসু দেব রায় ওই চেয়ারম্যানকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন দুদকের পটুয়াখালী আদালতের পিপি গাজী নেছারউদ্দিন ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট চন্দন সমদ্দার।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন