রংপুরে অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা

  16-01-2017 02:18AM

পিএনএস, রংপুর : রংপুর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে শহরের লালবাগ এলাকায় ড্রাগ ফার্মেসি ও মিতা ফার্মেসিতে অভিযান পরিচালনা করে।

রোববার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম. গোলাম কিবরিয়া এতে নেতৃত্ব দেন।

অভিযানকালে নিষিদ্ধ ওষুধ বিক্রয়, মজুদের দায়ে মিতা ফার্মেসিকে ১০ হাজার টাকা ও ড্রাগ ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় ড্রাগ ফার্মেসিকে আরও তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানের সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রংপুরের অফিসের ওষুধ তত্ত্বাবধায়ক ডা. নারগিস আক্তার উপস্থিত ছিলেন।

রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম গোলাম কিবরিয়া জানান, জনস্বার্থ ও জনস্বাস্থ্য নিশ্চিত করণে ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন