মিতু হত্যা: অস্ত্র মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ

  19-01-2017 01:33AM

পিএনএস, চট্টগ্রাম: চট্টগ্রামে সাবেক এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় দায়ের করা দুটি মামলার মধ্যে অস্ত্র আইনে দায়ের হওয়া মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহে নুরের আদালতে অস্ত্র মামলার বাদি চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার কামরুজ্জামান বুধবার (১৮ জানুয়ারি) বিকেলেপ্রথম সাক্ষ্য দিয়েছেন।
কামরুজ্জামান জানান, আমার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আদালতে মিতু হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। কামরুজ্জামান মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেব দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গতবছরের ৫ জুন ভোরে চট্টগ্রাম মহানগরীর ওআর নিজাম রোডে সন্তানকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মিতু। এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা হয়। হত্যা মামলার বাদি বাবুল আক্তার এবং অস্ত্র আইনে দায়ের হওয়া মামলার বাদি পুলিশ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন