সুরঞ্জিতের এপিএস ওমরের পাঁচ বছরের কারাদণ্ড

  22-01-2017 02:05PM

পিএনএস ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শনিবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান এই দণ্ড দেন।

কারাদণ্ডের পাশাপাশি ওমর ফারুকের এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। টাকা না দিলে আরও আড়াই বছরের কারাদণ্ড দেয়ার কথা আদেশে বলা হয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের দায়ে ২০১২ সালের ১৪ আগস্ট ওমর ফারুকের বিরুদ্ধে মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালতে তাকে কারাগারে পাঠান।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন