ঝালকাঠিতে পাঁচ ডাকাতকে ১০ বছরের কারাদন্ড

  23-02-2017 08:39PM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ডাকাতি মামলায় পাঁচজনকে ১০বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত দায়রা জজ মোহাঃ বজলুর রহমান এ আদেশ দেন। দন্ডিতদের একই সাথে ১০ হাজার টাকা জরিমান এবং অনাদায়ে আরো তিন মাসর সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

এ মামলার অভিযোগ প্রমানিত না হওয়ায় অপর ১১ জনকে খালাস দিয়েছেন আদালত। দন্ডিতরা হলেন- নলছিটি উপজেলার পূর্ব কামদেবপুর গ্রামের তোজাম্মর প্যাদার ছেলে মোস্তফা প্যাদা, কামদেবপুর গ্রামের মৃত আঃ গনি সিকদারের ছেলে হায়দার সিকদার, মালুহার গ্রামের মৃত সৈজদ্দিন হাওলাদারের জয়নাল হাওলাদার, একই গ্রামের মৃত আঃ গনি হাওলাদারের ছেলে নাসিম হাওলাদার ও জয়দেব হাওলাদারের ছেলে কুদ্দুস হাওলাদার। রাষ্ট্র পক্ষের আইনজীবী এম আলম খান কামাল জানান, ঝালকাঠির নলছিটি উপজেলার মালুহার গ্রামের বাদল কুমার নাগের বাড়িতে ২০০৪ সালের ২০ জুলাই রাতে এরা ডাকাতি করে।

ডাকাতরা লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় এবং বাদল নাগকে গুলি কওে আহত করে। এ ঘটনায় বাদল নাগ বাদী হয়ে ২০০৪ সালের ২০ জুলাই বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেছেলেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন