বাকপ্রতিবন্ধী মেয়েটির বাবা-মার খোঁজে আদালত

  28-02-2017 07:40PM

পিএনএস: ঢাকার কিশোর আদালতে প্রতিনিয়ত হারিয়ে যাওয়া পথশিশুদের তাদের বাবা-মায়ের সন্ধানের জন্য হাজির করা হয়। এর মধ্যে আদালত বিভিন্ন মাধ্যমে হারিয়ে যাওয়া পথ শিশুদের তাঁদের বাবা মায়ের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এমনই রামু সাদিয়া নামের এক বাকপ্রতিবন্ধী শিশুকে আদালতে হাজির করেছে পুলিশ।

মেয়েটি গত বছরের ১৯ আগস্ট থেকে গাজীপুরের কিশোর উন্নয়ন কেন্দ্র রয়েছে।

মঙ্গলবার ঢাকার কিশোর আদালতের বিচারক রুহুল আমিনের কাছে এ কিশোরীকে হাজির করা হলে বিচারক তার পরিচয় জানতে চান। কিন্তু কিশোরী কিছু বলতে না পারায় বিচারক তার আইনজীবী ফারুক আহম্মেদকে তার পরিচয় বা বাবা-মায়ের পরিচয় জানার নির্দেশ দেন।

ফারুক আহমেদ বলেন, ২০১৬ সালের ১৯ আগস্ট রাত ১১টায় খিলগাঁও চৌরাস্তায় মুসলিম হোটেলের সামনে সবুজ নামের এক ছেলে বাকপ্রতিবন্ধী মেয়েটিকে দেখতে পান। পরে তিনি তাকে নিয়ে খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। আদালত মেয়েটির পরিবারের কোনো সন্ধান না পেয়ে গাজীপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠান। মেয়েটিকে আগামী ২৭ মার্চ ফের আদালতে হাজির করা হবে।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন