লক্ষ্মীপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

  21-03-2017 10:07PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে স্ত্রী রেহানা আক্তার রেনু হত্যা মামলায় স্বামী ইছমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

(আজ) মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন। এসময় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ইছমাইলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড আদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্ত ইছমাইল সদর উপজেলার মহাদেবপুর এলাকার আহম্মদ উল্ল্যাহ’র ছেলে।

আদালত সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৩ সালের ৮ নভেম্বর রাতে সদর উপজেলার মহাদেবপুর এলাকায় গৃহবধু রেহানা আক্তার রেনুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের বড় ভাই তাহের আহম্মদ বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় ইছমাইল হোসেনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০০৪ সালের ১১ এপ্রিল এ মামলায় ইছমাইল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয় পুলিশ। বাদী ও বিবাদী পক্ষের দীর্ঘ শুনানী ও স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত দুপুরে এ রায় দেন। লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি এ্যাড: জসিম উদ্দিন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন