৩ জঙ্গির ফাঁসির রায়ের কপি কারাগারে

  22-03-2017 10:52AM

পিএনএস ডেস্ক:সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ তিন জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ বাতিলের বিরুদ্ধে খারিজ করে দেওয়া ফাঁসির রিভিউ রায় পড়ে শোনানো হবে বুধবার।

এর আগে মঙ্গলবার মুফতি হান্নানসহ তিন জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ বাতিলের বিরুদ্ধে রিভিউ খারিজ করে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর পর রায়ের অনুলিপি পাঠানো হয় সিলেটের বিচারিক আদালত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষের কাছে।

গত রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ আসামিদের রিভিউ খারিজ করে দণ্ডাদেশ বহাল রাখেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

আদালতের এই রায়ের ফলে মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকরে তেমন কোনো বাধা নেই বলেই জানিয়েছেন আইনজীবীরা। তবে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন