১৩ এপ্রিল হাজির না হলে খালেদার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: আদালত

  30-03-2017 12:51PM


পিএনএস: বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন পিছিয়ে আগামী ১৩ এপ্রিল পুনর্নির্ধারণ করেছেন আদালত।

ওইদিন খালেদাকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার আইনজীবীদের আবেদনে ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন পিছিয়ে নতুন এ দিন ধার্য করেন রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত সিনিয়র স্পেশাল জজ কামরুল ইসলাম মোল্লার অস্থায়ী আদালত।

উচ্চ আদালতের নির্দেশে বদলির পর আদালতটিতে প্রথমদিনের মতো জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাটির বিচারিক কার্যক্রম চলে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন