মুফতি হান্নানের শেষ ইচ্ছা যে কারণে অপূর্ণই থেকেছে

  13-04-2017 07:18AM

পিএনএস ডেস্ক: ফাঁসির প্রহর গুণতে থাকা জঙ্গি নেতা মুফতি হান্নানের শেষ ইচ্ছা পূরণ হলো না। তার শেষ ইচ্ছা ছিলো মায়ের সাথে শেষবারের মতো দেখা করা। তবে কাশিমপুর কারাগার থেকে তার বাড়ি গোপালগঞ্জের দূরত্বের কারণে দেখা করা সম্ভব হয়নি তার বৃদ্ধা মায়ের পক্ষে। তবে মুঠোফোনে কথা হয়েছে বলে জানিয়েছে কারাসূত্র। ফলে অপূর্ণই থেকে যাচ্ছে জঙ্গি নেতা হান্নানের শেষ ইচ্ছা।

কারাগার সূত্র জানায়, দূরত্বের কারণে তার বৃদ্ধা মায়ের পক্ষে আসা সম্ভব না হলেও মুঠোফোনে তাদের মধ্যে কথা হয়েছে। কারা কর্তৃপক্ষ তাকে মুঠোফোনে কথা বলার সুযোগ দিয়েছেন। এসময় হান্নান তার মায়ের কাছে দোয়া চান।

মুফতি হান্নানের শেষ ইচ্ছা অনুযায়ী কথা বলার সুযোগ দেন কারা কর্তৃপক্ষ। রাত সাড়ে ৮টার দিকে তিনি মায়ের সঙ্গে কথা বলেন বলে জানিয়েছেন মুফতি হান্নানের ভাই আলিউজ্জামান। মায়ের সাথে শেষ কথা হয় প্রায় আড়াই মিনিট। তবে মা- ছেলের মধ্যে কী কথা হয়েছে তা জানা যায়নি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন