ফার্মগেট এলাকার ৭ কোচিং সেন্টারকে জরিমানা

  18-04-2017 01:31AM


পিএনএস ডেস্ক: আইন অমান্য করে যেখানে সেখানে ব্যানার-ফেস্টুন ও দেয়াল লিখন এবং ফুটপাত দখলের অপরাধে রাজধানীর ফার্মগেটে অবস্থিত সাইফুর’সসহ ৭ কোচিং সেন্টারকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

এই সাত কোচিং সেন্টারকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) এস এম আজিয়র রহমান।

সোমবার সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়বলে জানান এস এম আজিয়র রহমান।

তিনি জানান, সাইফুর’স কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা, স্কলার্স কোচিং সেন্টারকে ৫০ হাজার, প্যারাগন কোচিং সেন্টারকে ৫০ হাজার, আইকন কোচিং সেন্টারকে ৫০ হাজার, বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টারকে ৫০ হাজার, গ্লোবাল কোচিং সেন্টারকে ২০ হাজার, লাইফ এন্ড লাইট প্রাইভেট হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় আল আমিনকে পোস্টার লাগানোর অপরাধে ১০ হাজার টাকা, ফুটপাতে দাঁড়িয়ে মাল উঠানামা করানোর দায়ে একটি মিনিট্রাককে ২ হাজার টাকা, ফুটপাতে মালমাল রাখার অপরাধে মদিনা স্যানিটারিকে ৫ হাজার টাকা ও একটি মুরগির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন