শিমুল বিশ্বাসসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  18-04-2017 04:19PM

পিএনএস ডেস্ক : রাজধানীর ওয়ারী থানায় করা বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১১ জনকে গ্রেফাতরের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ নির্দেশ দেন।


এ বিষয়ে আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিচারক এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ১১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তাপস জানান, গ্রেফতরি পরোয়ানা জারি হওয়া ১১ জনের মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সফু, মারুফ কামাল খান সোহেল।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতাল-অবরোধে রাজধানীর ওয়ারী থানাধীন এলাকায় অজ্ঞাত আসামিরা ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটায়। এ ঘটনায় একই দিনে ওয়ারী থানা পুলিশ মামলাটি দায়ের করে।

পরবর্তী সময়ে ২০১৬ সালের ৭ জুলাই ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন বিএনপির নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, মীর সরাফত আলী সফু, শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলালসহ ৩২ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় আমানসহ ২১ জন জামিনে রয়েছেন।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন