আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি: মাসুদ বিন সাঈদী

  15-05-2017 12:25PM


পিএনএস: রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিল খারিজ করে দিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউ আবেদনের শুনানিতে আমৃত্যু কারাদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ।

তবে আপিল বিভাগের এই রায়ে ‘সন্তুষ্ট’ হতে পারেননি সাঈদীর পরিবারের সদস্যরা। তারা মনে করেছেন, ন্যায়বিচার পাননি।

সোমবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ রিভিউ খারিজের রায় দেন।

রায় দেওয়ার পর পরই আদালত প্রাঙ্গণে দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে পিরোজপুরের জিয়ানগর উপজেলার চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মাসুদ বিন সাঈদী বলেন, ‘আপিল বিভাগের রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির জন্য যেসব প্রমাণ-দলিল দাখিল করেছি, তাতে তার একদিনের দণ্ডও হওয়ার কথা নয়।’

‘তারপরও সর্বোচ্চ আদালতের রায় আমাদের মানতে হবে, শ্রদ্ধা দেখাতে হবে।’

সাঈদীর ছেলে আরো জানান, চার দিন আগে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার বাবার সঙ্গে দেখা করেছেন। তিনি সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন। তিনিও তার মুক্তি আশা করেছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন