ভূমিমন্ত্রীর ছেলেসহ ১১ জনের জামিন নামঞ্জুর

  21-05-2017 04:36PM

পিএনএস ডেস্ক : বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফের ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমালসহ ১১ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তা নাকচ করে দেন।

ঈশ্বরদীতে সংঘটিত সাম্প্রতিক ঘটনায় আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে মোট তিনটি মামলা হলো।

গত ১৮ মে কলেজ রোডে অবস্থিত বাড়ি ভাঙচুর ও স্টেশন রোডে অবস্থিত ফুড জংশন ভাঙচুরের ঘটনায় যথাক্রমে মুক্তিযোদ্ধা আজমল হক বিশ্বাস ও শরিফুল ইসলাম রুয়েন মামলা দুটি করেছেন। মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে। তবে এ মামলায় উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমালকে আসামি করা হয়নি।

উপজেলা ছাত্রলীগের সভাপতি যুবায়ের বিশ্বাসের বাবা আতিয়ার রহমান বিশ্বাসের দায়ের করা মামলায় তমাল শরিফকে আসামি করা হয়েছে।

এঘটনায় পর থেকে শহরে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ শহরজুড়ে টহল দিচ্ছে।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, অবশিষ্ট আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন