জাবির ৪২ শিক্ষার্থীর জামিন

  28-05-2017 06:26PM

পিএনএস ডেস্ক : সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহতের পর বিক্ষোভ-ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দশ ছাত্রীসহ ৪২ শিক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। আজ রোববার শিক্ষার্থীদের আদালতে হাজির করা হলে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান সবার জামিন মঞ্জুর করেন। আইনজীবী সানাউল ইসলাম টিপু গণমাধ্যমকে জানান, এ মামলায় হামলা ও ভাঙচুরের পাশাপাশি গুরুতর জখম ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নাজমুল হাসান রানা এবং মাইক্রোবায়োলজি বিভাগের আরাফাত শুক্রবার ভোরে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় বাসের ধাক্কায় নিহত হন। ওইদিন দুপুরে এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাদের সহপাঠীরা। শনিবার দুপুর থেকে তারা ফের বিভিন্ন দাবিতে মহাসড়কে অবস্থান নিলে বিকেলে পুলিশ টিয়ার শেল ছুড়ে ও লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। এসময় সাতজন শিক্ষার্থীসহ অন্তত আটজন আহত হন। পরে ভিসির বাসভবনে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় শিক্ষার্থীদের গ্রেপ্তার দেখানো হয়।

পিএনএস : জে এ মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন