‘সংবিধানের ব্যাখ্যা দেয়ার ক্ষমতা শুধুমাত্র সুপ্রিম কোর্টের’

  29-05-2017 10:58AM

পিএনএস ডেস্ক: আইন অনুযায়ী সংবিধানের ব্যাখা দেয়ার ক্ষমতা একমাত্র সুুপ্রিম কোর্টের রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

সোমবার (২৯ মে) নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে আবারও সময় আবেদন করলে প্রধান বিচারপতি আইন মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আইন না মেনে আপনারা একের পর এক (বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ) ব্যবধান তৈরি করছেন, মনে রাখবেন আইন অনুযায়ী সংবিধানের ব্যাখা দেয়ার ক্ষমতা একমাত্র সুুপ্রিম কোর্টের।’

পরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বেঞ্চ বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আরও দুই সপ্তাহ সময় দেন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন