সাংবাদিক শিমুল হত্যা : আসামি মিন্টু জামিনে মুক্ত

  05-06-2017 02:31PM

পিএনএস ডেস্ক : সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি হাবিবুল হক মিন্টু অবশেষে জামিনে ছাড়া পেলেন।

মিন্টু সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত ২ নম্বর আসামি। প্রধান আসামি শাহজাদপুরের আলোচিত মেয়র হালিমুল হক মিরুর ভাই তিনি।

গত ২৯ এপ্রিল হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ মিন্টুকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। রোববার সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সেই জামিনাদেশ দাখিল করা হয়। পরে বিকেলে তিনি কারাগার থেকে জামিন পান বলে জানান জেলা কারা তত্ত্বাবধায়ক আল-মামুন।

প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর মেয়র মিরু ও তার ভাইদের সঙ্গে স্থানীয় সরকারদলীয় নেতাকর্মীর সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মেয়র মিরু ও মিন্টুসহ অজ্ঞাত ৪০-৪২ জনের নামে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন