রাজধানীতে ‘ভুয়া নারী আইনজীবী আটক’ মুচলেকায় মুক্তি

  14-06-2017 03:57AM



পিএনএস : উচ্চ মাধ্যমিক পাস করেই আইনজীবী পরিচয়ে বিচারপ্রার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে পারভীন নামের এক নারী আইনজীবীকে আটকের পর মুচলেকায় ছেড়ে দিয়েছে ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) টাউট উচ্ছেদ কমিটি।

মঙ্গলবার ঢাকার জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে মামলার বিভিন্ন কাগজ ও দরখাস্তসহ ওই নারীকে আটক করা হয়।

ঢাকা বারের সদস্য ইব্রাহিম খলিল জানান, আটককৃত নারীর আইনবিষয়ক কোনো সনদ নেই। তিনি উচ্চ মাধ্যমিক পাস করেই আইনজীবী পরিচয় দিয়ে মামলা পরিচালনা করতেন। তিনি আইনজীবীদের পোশাকও পরতেন।

ইব্রাহিম খলিল আরো জানান, ভুয়া এই নারী আইনজীবী ঢাকার বনশ্রীর বাসিন্দা। ঢাকা বারের সিদ্ধান্তে নারী বিবেচনায় তাঁকে ছয় হাজার টাকা মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাঁকে আবার আদালত প্রাঙ্গণে দেখা গেলে কারাগারে পাঠানো হবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন