হত্যা মামলায় ১২ আসামি খালাস

  15-06-2017 02:16AM


পিএনএস, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার কাটাখালিতে আমিনুল হত্যা মামলায় ১২ জন আসামিকে খালাস দিয়েছে আদালত।

বুধবার দুপুরে রাজশাহীর বিশেষ জজ আদালত-১ এর বিচারক কেএম মোস্তাকিনুর রহমান এ আদেশ দেন।

খালাসপ্রাপ্তরা হলেন- কাটাখালি পৌর কাউন্সিলর মোতালেব মোল্লা, মহসিন সরদার, আরিফ খাঁ, শাহীন আলী, ইসলাম সরদার, হাসান সরদার, গোলাম রাব্বানী, আব্দুল হাদি, রফিকুল ইসলাম, সুজন আলী ও মুরাদ হোসেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে অ্যাডভোকেট গোলাম মর্তুজা বলেন, টাকা লেনদেনকে কেন্দ্র আপোষ মিমাংসায় ২০১২ সালের ৬ জুন সন্ধ্যায় পবার দেওয়ান পাড়ায় দুই কাঠ ব্যবসায়ী শালিসে বসেন। সেখানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোতালেব মোল্লা। শালিসের এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে প্রতিপক্ষের হামলায় মারাত্মকভাবে আহত হন নগরীর উপকণ্ঠ ডাশমারি এলাকার আমিনুল ইসলাম। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে নিহত আমিনুল ইসলামের ছেলে কাঠ ব্যবসায়ী মিলন হোসেন বাদী হয়ে ১২ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানী শেষে বুধবার এ রায় দেয় আদালত।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন