গাজীপুরের মেয়র পদে দায়িত্ব পালনে আইনী বাধা নেই মান্নানের

  16-07-2017 11:58AM


পিএনএস ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব পালনে আর কোনো আইনী বাধা নেই অধ্যাপক এম এ মান্নানের। মেয়র পদ হতে তাকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ রবিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে এম এ মান্নানের পক্ষে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান ২০১৩ সালের ৬ জুলাই প্রথম মেয়র নির্বাচিত হওয়ার পর গত চার বছরে তিনবার বরখাস্ত এবং ২২ মাস করাভোগ করেছেন। ফলে মেয়র হিসেবে তিনি দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন মাত্র ১৮ মাস ১৯ দিন। ওই সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৩০টি মামলাও দায়ের করা হয়েছে।

২৮ মাস নগর ভবনের বাইরে থাকার পর গত ১৮ জুন আদালতের নির্দেশে মেয়রের দায়িত্ব নেন তিনি। কিন্তু দায়িত্ব নেয়ার ১৯ দিনের মাথায় গাজীপুর সিটি কপোরেশন নির্বাচনের ৪র্থ বছর পূর্তির দিন ৬ জুলাই ফের অধ্যাপক এমএ মান্নানকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়। দুদকের দায়ের করা একটি মামলায় আদালতে অভিযোগ গৃহীত হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িকভাবে বরখাস্ত করে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন