ঢাবির সিনেট অধিবেশনে বাধা নেই

  26-07-2017 03:49PM


পিএনএস ডেস্ক: উপচার্য প্যানেল নির্বাচনে ২৯ জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন চেম্বার বিচারপতি। এতে অধিবেশনে আর কোনো বাধা রইলো না।

বুধবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমদু হোসেনের আদালত এ আদেশ দিয়ে আগামী ৩০ জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করে দেন।

এর আগে গত ২৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্যানেল মনোয়নের জন্য ডাকা আগামী ২৯ জুলাই সিনেটের বিশেষ সভার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট।

একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ ১৯৭৩ সালে ২০ (১) ধারা অনুযায়ী সিনেট গঠন না করে ২৯ জুলাই ডাকা সভা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ১৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের করা রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন