৩ নারী জেএমবি সদস্য দুই দিনের রিমান্ডে

  10-08-2017 04:26PM

পিএনএস ডেস্ক : নাটোরে অস্ত্র ও বিস্ফোরক মামলায় আটক তিন নারী জেএমবি সদস্যের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

জেএমবি সদস্যরা হচ্ছেন- কুষ্টিয়ার ভেড়ামারা থেকে আটক নাটোর সদর উপজেলার তেলকুপি গ্রামের মোস্তফা মিজির মেয়ে মাহমুদা খাতুন ওরফে সুমাইয়া (২৫), রাঙ্গামাটি থেকে আটক কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দৌলতপুর গ্রামের আরমান মিঞার স্ত্রী কলিয়ারা কলি (৩৩) ও রাঙ্গামাটির দক্ষিণ কালিন্দপুর গ্রামের আইয়ুব বাচ্চুর স্ত্রী আশরাফি তিথি (২৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই জানান, অভিযুক্তদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। কিন্তু বিচারক শুনানি শেষে দুই দিন করে রিমান্ডের আদেশ দেন।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন