সুবহানের আপিল বুধবারের কার্যতালিকায়

  14-08-2017 09:01PM

পিএনএস ডেস্ক : জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুস সুবহানের খালাস চেয়ে দায়ের করা আপিল আবেদন আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।

আগামী বুধবারের কার্যতালিকায় এটি ৩ নম্বরে রয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চে আপিলটি আদেশের জন্য রাখা হয়েছে।

বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৮ মার্চ আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মুহাম্মদ মুনির মাওলানা আব্দুস সুবহানকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন।

ট্রাইব্যুনালের সাজার বিরুদ্ধে আব্দুস সুবহানের আইনজীবীরা আপিল আবেদনে ৯২টি যুক্তি দেখিয়েছেন। ১১৮২ পৃষ্ঠার আবেদনের মধ্যে মূল আবেদন ৪৯ পৃষ্ঠার বলে জানা গেছে।

এ নিয়ে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সব জামায়াত নেতাই আপিল করলেন।

ওই বছরের ১৮ ফেব্রুয়ারি আবদুস সুবহানকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে বলা হয়, তার বিরুদ্ধে আনা নয়টি অভিযোগের মধ্যে ছয়টি প্রমাণিত হয়েছে। এর মধ্যে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড, দুটিতে আমৃত্যু কারাদণ্ড এবং একটিতে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। তিনটি অভিযোগ প্রমাণিত হয়নি।

পিএনএস/জে এ/মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন