কচুয়ার কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুনসহ চারজনের জামিন

  17-08-2017 09:58PM

পিএনএস, কচুয়া প্রতিনিধি : চাঞ্চল্যকর তানিয়া হত্যা মামলার আসামী কচুয়া পৌরসভার কাউন্সিলর আ:আল মামুনসহ চার জনের জামিন লাভ । বৃহস্পতিবার চাঁদপুরের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতাউর রহমান এর আদালতে মহামান্য হাইকোর্ট ডিভিশনের আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে কাউন্সিলর আ: আল মামুনসহ চার বিবাদীকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন প্রদান করেন। জামিন প্রাপ্ত অপর তিন বিবাদীরা হল: জয়নাল হাজারী,মো: কামাল হোসেন ও মিজানুর রহমান। প্রসংগত হাজীগঞ্জ উপজেলার তারাপল্লা গ্রামের মৃত তানিয়ার পিতা আবুল হাশেম ২০০৬ সালে কচুয়া থানায়হত্যা মামলা দায়ের করেন। ২৯জন স্বাক্ষীর মধ্যে ১৪ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে ৩০ মার্চ,২০১৭ সাতজন আসামীর মধ্যে ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেন।তন্মধ্যে আসামী খোরশেদা বেগম এখনও পলাতক রয়েছে।

এ রায়ের পরিপ্রেক্ষিতে বিবাদী কাউন্সিলর আ: আল মামুন মহমান্য হাইকোর্ট ডিভিশনের আপিল বিভাগে আপিল করে জামিনের প্রার্থনা করেন। উচ্চ আদালত নিম্ম আদালত থেকে মামলার নথি তলব করে শুনানী শেষে বিবাদী আ: আল মামুনসহ চারজনের ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।বিবাদী পক্ষের নিয়োজিত আইনজীবি এড. হেলাল উদ্দিন এসব তথ্য জানান । তিনি আরো কাউন্সিলর আ: আল মামুন তার এলাকায় শালিসি বৈঠকে থাকার কারণে তাকে এ মামলায় জড়ানো হয়েছে।

জানান এতে বিবাদী আ: আল মামুনসহ অপর বিবাদীগন উচ্চ আদালতে ন্যায় বিচার পেয়েছেন। এদিকে জামিন লাভের পর পর কচুয়া পৌসভার বিভিন্ন এলাকায় কাউন্সিলর আ: আল মামুনের কর্মী সমর্থকগন মিষ্টি বিতরণ করেছেন। মামুনের জামিন লাভের পর জেলগেট এলাকায় মামুনকে ফুল দিয়ে বরণ করেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড,হেলাল উদ্দিন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন