ধৈর্য ধরছি, যথেষ্ট ধরছি: প্রধান বিচারপতি

  20-08-2017 12:05PM


পিএনএস ডেস্ক: প্রধান বিচারপতি এসকে সিনহা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ করে বলেন, মিডিয়াতে অনেক কথা বলছেন। কোর্টে এসে অন্য কথা বলেন। আপনাকে নয়, আপনাদের বলছি- বলেন কবে কি হবে। আপনারা ঝড় তুলছেন, আমরা কোনো মন্তব্য করেছি? ধৈর্য ধরেছি, যথেষ্ট ধরেছি।

রবিবার অধস্তন আদালতের বিচারকদের চাকরিবিধি গেজেট আকারে প্রকাশ সংক্রান্ত শুনানিকালে সর্বোচ্চ আদালত এ কথা বলেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আমরা বিচার বিভাগ ধৈর্য ধরছি, যথেষ্ট ধরছি। আজকে একজন কলামিস্টের লেখা পড়েছি। সেখানে ধৈর্যের কথা বলা আছে।

প্রধান বিচারপতি বলেন, পাকিস্তানের সুপ্রিমকোর্ট প্রধানমন্ত্রীকে (নওয়াজ শরীফ) ইয়ে (অযোগ্য) করেছেন। সেখানে কিছুই (আলোচনা-সমালোচনা) হয়নি। আমাদের আরো পরিপক্কতা দরকার। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, না আপনারা করেননি।

অধস্তন আদালতের বিচারকদের চাকরিবিধি গেজেট আকারে প্রকাশের জন্য আবারো সময় চাইলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, আপনার আলোচনার কথা হয়েছিল, কার সঙ্গে কে কে থাকবে।

জবাবে মাহবুবে আলম বলেন, ল' মিনিস্টার। তখন বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া বলেন, অল জাজেজ অব অ্যাপিলেট ডিবিশন, তারপর আলোচনা পর্যন্ত করলেন না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন