নন্দীগ্রামে হত্যা মামলার প্রধান আসামী রিপন রিমান্ডে

  21-08-2017 03:45PM

পিএনএস, বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে আলোচিত সাদ্দাম হোসেন সমুন হত্যা মামলার প্রধান আসামী রিপনকে ৩ দিনের রিমান্ড দেয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত রোববার দুপুরে এ রায় দেন বগুড়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায়। মামলার তদন্তকারী অফিসার এসআই আলী আকবর জানান, চলতি মাসের ১৬ আগষ্ট আদালতে রিপন মিয়া আত্মসমর্পন করেন।

গত বুধবার বিজ্ঞ আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ৯ জুলাই সকালে রিপন মিয়া নন্দীগ্রাম উপজেলার শেখের মাড়িয়া গ্রামে খালাতো ভাই সাদ্দামের ঘরে বসেছিল। বেলা ১২ টার দিকে রিপন তার খালাতো ভাই সাদ্দামের ঘরের ভিতরেই মাথায় অবৈধ পিস্তল ঠেকিয়ে গুলি করে। গুলিবিদ্ধ সাদ্দাম কিছুক্ষণের মধ্যেই মারা যায়। ঘটনার পর বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায় রিপন।

নিহতের বাবা শাহজামাল সরদার মন্টু বাদী হয়ে রিপনকে প্রধান আসামী করে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে এ মামলা করেন। পুলিশ গত ১৯ জুলাই বিকেলে কবিপাড়ায় একটি ডোবা থেকে হত্যা ঘটনায় ব্যবহৃত ৪ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার করে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন