মান্নার পাসপোর্ট তিনমাসের জন্য ফেরতের নির্দেশ

  24-08-2017 10:28AM


পিএনএস ডেস্ক: চিকিৎসার জন্য বিদেশে যেতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট তিন মাসের জন্য ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ঢাকার মূখ্য মহানগর হাকিমের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়। মান্নান করা এক আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে ৩ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

চিকিৎসা শেষে দেশে ফেরার এক সপ্তাহের মধ্যে এ পাসপোর্ট ঢাকা মূখ্য মহানগর হাকিমের আদালতের ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান, রাষ্ট্র পক্ষে ছিলেন অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দীন ফকির।

আদেশে বলা হয়েছে, তিন মাসের মধ্যে চিকিৎসা গ্রহণ করে তাকে দেশে ফিরতে হবে। দেশে ফেরার এক সপ্তাহের মধ্যে ওই পাসপোর্ট পুনরায় সিএম আদালতে জমার দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এর আগে পৃথক দুটি ফোজধারী মামলায় পাসপোর্ট জমা দেয়াসহ কিছু শর্তে মান্নাকে জামিন দিয়েছিল আপিল বিভাগ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন