অর্থ আত্মসাৎ মামলায় রাজশাহীতে ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

  24-08-2017 03:21PM

পিএনএস ডেস্ক : টাকা আত্মসাতের অভিযোগে তানোরের সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হাসান মোহাম্মদ খালেদুল হককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

১৮ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তানোর থানায় এর আগে সকালে আলাদা দুটি মামলা করা হয়। মামলার পরে ওই ব্যাংক কর্মকতাকে গ্রেফতার করে দুদক। পরে তাকে নগরীর রাজপাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের রাজশাহীর উপ-পরিচালক শেখ ফাইয়াজ আলম।

তিনি বলেন, ব্যাংক কর্মকতা হাসান মোহাম্মদ খালেদুল হককে গ্রেফতার করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে। সোনালী ব্যাংক তানোর শাখার ম্যানেজার জিল্লুর রহমান বলেন, মোট দুটি মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ব্যাংক কর্মকতা খালেদ এবং আইটি কর্মকতা নাজির হোসেন রানাকে। নাজির রানা সাসপেন্ড হয়ে এখন আত্মগোপনে আছেন।

পিএনএস/জে এ/ মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন