১০ দিনে ৩০০ জেলের কারাদণ্ড

  11-10-2017 12:18PM

পিএনএস, বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে গত ১০ দিনে বরিশাল বিভাগের ৬ জেলায় ৩০০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত ৪৬ লাখ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৪ হাজার ৫৪ কেজি ইলিশ ও ১৯ লাখ ৬১ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

বিভাগীয় মৎস্য অফিসের সহকারী পরিচালক আজিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১ অক্টোবর থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলায় মৎস্য অধিদপ্তরের নেতৃত্বে মোট ৯২৪টি অভিযান ও ৪৪৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার অনুকূলে ২৮৯টি মামলা দায়ের করা হয়েছে।পাশাপাশি এ পর্যন্ত বেশ কিছু নৌকা ও ট্রলার জব্দ করা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন