ময়মনসিংহে অভিনব প্রতারনায় জরিমানা অর্ধলক্ষ টাকা

  11-10-2017 08:58PM

পিএনএস, ময়মনসিংহপ্রতিনিধি : ময়মনসিংহে অভিনব প্রতারনার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট আটান্ন হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর । বিক্রির আগেই মিষ্টির প্যাকেটে কৌশলে ৩১৫ গ্রাম মিষ্টির সিড়কা (রস) রেখে দেওয়ার অভিযোগে এ জরিমানা করা হয়।

বুধবার(১১ অক্টোবর) জেলার সদর উপজেলার প্রসিদ্ধ মন্ডা ঘরে মিষ্টির খালি প্যাকেটে কৌশলে ৩১৫ গ্রাম মিষ্টির রস রেখে দেয়ায় ৫ হাজার, জনতা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৪২ ও ৪৩ ধারায় ৩০০০০ টাকা ও ২০০০০ টাকাসহ মোট ৫০০০০ টাকা, এবং ফুড গার্ডেনকে ৩৮ ধারায় ৩০০০ টাকা জরিমানা করা হয়।

ময়মনসিংহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলমের নেতৃত্বে এ অভিযানেমোট ৫৮ হাজার টাকা জরিমানা করাহয়।

জেলা প্রসাশন ও জেলা পুলিশের সহযোগীতায় এসময় উপস্থিত ছিলেন ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টার আবুল কালাম আজাদ, জেলা বাজার কর্মকর্তা জিল্লুল বারী ভুইঞা, জেলা ঈঅই এর সাধারণ সম্পাদক গোলাম রহমান ফিলিপ ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন