ব্লু-হোয়েলের লিংক বন্ধে আদালতের নির্দেশ

  16-10-2017 03:20PM

পিএনএস ডেস্ক : আগামী ছয় মাসের মধ্যে ব্লু- হোয়েল গেমসের সব লিংক বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে ব্লু হোয়েল গেম বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়াও দেশের সকল মোবাইল অপারেটরের সব ইন্টারনেট প্যাকেজ রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বন্ধের আদেশ দেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিট আবেদনের তাৎক্ষণিক শুনানী শেষে আজ দুপুরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

উল্লেখ্য, গতকাল রোববার আত্মহত্যায় প্ররোচনাকারী ব্লু-হোয়েল গেমসহ এ জাতীয় সব ধরনের অনলাইন গেম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। ওই আবেদনে মোবাইল ফোন অপারেটরদের রাতে বিশেষ ইন্টারনেট অফার বন্ধেরও নির্দেশনা চাওয়া হয়।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন