ম্যাচিউর না হওয়া পর্যন্ত স্মার্টফোন দেয়া উচিত না : হাইকোর্ট

  17-10-2017 11:40AM


পিএনএস, ডেস্ক: মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারে অভিভাবকদেরও দায় দায়িত্ব আছে। ম্যাচিউর না হওয়া পর্যন্ত স্মার্টফোন দেয়া উচিত না।

সেটা ২২ ও ২৩ বছর হতে পারে মন্তব্য করেছেন হাইকোর্ট।

ইন্টারনেটভিত্তিক ব্লু হোয়েলসহ এ জাতীয় মরণখেলার গেটওয়ে নিয়ে দায়ের করা রিটের শুনানিতে সোমবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই মন্তব্য করেন।

ইন্টারনেটভিত্তিক ব্লু হোয়েলসহ এ জাতীয় মরণখেলার গেটওয়ে লিংক ছয় মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে, দেশের মুঠোফোন অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফারও ছয় মাসের জন্য বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের তিন আইনজীবী রবিবার রিট আবেদনটি করেন, যা আজ শুনানির জন্য ছিল। পরে এ সংক্রান্ত বিষয়ে আদালত রুলসহ নির্দেশনা দিয়েছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন