দুদকের কাজে বাধা দিলে ৩ বছর সাজা

  20-10-2017 01:36AM

পিএনএস ডেস্ক: আইন অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজে বাধার সৃষ্টি করা শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান। তিনি বলেন, ‘দুদকের কাজে বাধা দেয়ার জন্য তিন বছর সাজা হতে পারে।’

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান বন্ধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সুপ্রিম কোর্টের দেয়া চিঠির বৈধতা নিয়ে শুনানিতে বৃহস্পতিবার আইনজীবী খুরশীদ আলম খান এসব কথা বলেন।

অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, ‘দুদক আইনের ১৯(৩) ধারা অনুযায়ী দুদকের কাজে বাধার সৃষ্টি করা শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য তিন বছর সাজা হতে পারে।’

তিনি বলেন, ‘গত ২৮ মার্চ অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী দুদককে চিঠি দেন। এরপর অনুসন্ধানকারী কর্মকর্তা মো. হাফিজুর রহমান ব্যক্তিগতভাবে অরুণাভ চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। এ বিষয়ে হাফিজুর রহমানের লেখা প্রতিবেদনে বলা হয়েছে- অরুণাভ চক্রবর্তী তাকে মৌখিকভাবে জানিয়েছেন যে প্রধান বিচারপতির নির্দেশে তিনি ওই চিঠি দেন।’

এ সময় আদালত বলেন, ‘সুপ্রিম কোর্ট সব তথ্য দিয়েছে। এরপর কি আর এ ধরনের চিঠির গুরুত্ব আছে?’ জবাবে খুরশীদ আলম খান বলেন, ‘এখন প্রশ্ন হলো সুপ্রিম কোর্ট দুদককে এ ধরনের চিঠি দিতে পারে কি না?’

তিনি বলেন, ‘দুদক আইনের ১৯(৩) ধারা অনুযায়ী দুদকের কাজে বাধার সৃষ্টি করা শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য তিন বছর সাজা হতে পারে।’ আদালত বলেন, ‘আপনি লিখিতভাবে বলেছেন- যে দুদকের কাজে বাধা দেয়া শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রেও সেটা প্রযোজ্য?’

জবাবে খুরশীদ আলম খান বলেন, ‘আইনে আছে। তবে দুদক এখনও এ ধারা প্রয়োগ করেনি। এক্ষেত্রেও অতদূর যেতে চাচ্ছি না। তবে সুপ্রিম কোর্টের এ চিঠির ব্যাপারে আদালতের সিদ্ধান্ত না পাওয়া গেলে ভবিষ্যতে অন্যরাও সুযোগ নেবে।’

দুদককে গত ২৮ মার্চ সুপ্রিম কোর্টের দেয়া চিঠিটি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বদিউজ্জামান তরফদার। এরপর আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। রুলে ওই চিঠি কেন অবেধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। এ বিষয়ে শুনানি শেষে আবার ২৪ অক্টোবর পরবর্তী শুনানির জন্য রাখা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, দুদক চেয়ারম্যান, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী ও বিচারপতি জয়নুল আবেদীনকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এ রুলের ওপর বৃহস্পতিবার শুনানি শুরু হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন