শিক্ষকের বিরুদ্ধে শিক্ষকের জিডি

  15-11-2017 12:34PM


পিএনএস ডেস্ক: মুঠোফোনে হুমকি দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকের বিরুদ্ধে জিডি করেছেন আরেক শিক্ষক।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ নিরাপত্তাহীনতার আশঙ্কায় জিডিটি করেছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক মেহেদী হাসান।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে মেহেদী হাসান উল্লেখ করেছেন, 'গত ২৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দল কর্তৃক আয়োজিত সাধারণ সভা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন কর্তৃক আক্রমণের শিকার হন। কিন্তু আক্রমণকারী শিক্ষক ড. আ ক ম জামাল উদ্দিন মিডিয়ার কাছে অসত্য তথ্য প্রদান করায় আমি যেহেতু ওই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ছিলাম তাই ড. আ ক ম জামাল উদ্দিনের মিথ্যাচারের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক তথ্য প্রকাশ করে যথাযথভাবে এর প্রতিবাদ করতে থাকি। এর প্রতিক্রিয়ায় গত ৬ নভেম্বর রাত ১০টা ২০ মিনিট থেকে ১০টা ২৫ মিনিটের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন আমাকে ফোন করে অত্যন্ত অপমানজনক ও ভীতি উদ্রেককারী ভাষায় হুমকি প্রদান করেন। '

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্ত অধ্যাপক জামাল উদ্দিনের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ঢাবিতে এক শিক্ষক আরেক শিক্ষকের বিরুদ্ধে জিডি করেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

পিএনএস/কামাল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন