মুসা বিন শমসেরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৭ জানুয়ারি

  30-11-2017 05:15PM

পিএনএস ডেস্ক : বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে শুল্ক ফাঁকির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আগামী ৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম নূরনাহার ইয়াসমিন এই দিন নির্ধারণ করেন।

মুসা বিন শমসেরের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মো. জাকির হোসেন বাদী হয়ে গত গত ৩১ জুলাই রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন।

মুসার বিরুদ্ধে অভিযোগ, একটি গাড়ি ব্যবহারের ক্ষেত্রে ২ কোটি ১৭ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়ার পাশাপাশি সুইস ব্যাংকে ৯৬ হাজার কোটি টাকার অস্বচ্ছ হিসাব দাখিল করেছেন তিনি।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন