টিটু হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

  18-12-2017 01:50PM


পিএনএস ডেস্ক: রাজধানীর কদমতলীতে হুমায়ুন কবির টিটু হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার রাজধানীর ৪ নম্বর দ্রুত বিচার আদালতে বিচারক আবদুর রহমান সরদার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- মো. সোহাগ ওরফে বড় সোহাগ, মামুন শেখ ও রবিন শেখ। অভিযোগ প্রমাণিত না হওয়ায় টিটু হত্যা মামলার অপর তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণও আদালত সূএে থেকে জানা যায়, ২০১০ সালের ২৬ নভেম্বর হুয়ামুন কবির টিটুকে রাজধানীর কদমতলী থানাধীন আউটার সার্কুলার রোড (নোয়াখালী পট্টি) এলাকার নান্নু জেনারেল স্টোরের সামনে গুলি করে হত্যা করেন দন্ডপ্রাপ্ত আসামীরা। এই হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে কদমতলী থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলো , মো. সোহাগ ওরফে বড় সোহাগ, মামুন শেখ ও রবিন শেখসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন