আত্মসমর্পণ করা ৩৮ দস্যু কারাগারে

  17-01-2018 02:43PM


পিএনএস ডেস্ক: বরিশালে আত্মসমর্পণ করা সুন্দরবনের দস্যু ‘বড় ভাই, ভাই ভাই এবং সুমন’ বাহিনীর ৩৮ সদস্যকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার রাত ১১টার দিকে মোংলা থানা পুলিশ দস্যুদের বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলি আফরোজের আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার রাত ১০টায় র‌্যাব-৮ এর উপ-পরিচালক আমজাদ হোসেন ও সৈয়দ উজ্জামান দস্যুদের মোংলা থানায় হস্তান্তর করে।

পরে ভাই বাহিনীর ১৮ সদস্যদের নামে র‌্যাব-৮ এর উপ-পরিচালক আমজাদ হোসেন এবং ভাই ভাই ও সুমন বাহিনীর ২০ সদস্যদের নামে উপ-পরিচালক সৈয়দ উজ্জামান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

মঙ্গলবার বিকেল পৌনে চারটায় বরিশাল নগরের রূপাতলীতে র‌্যাব-৮ এর সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে এ তিন বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, র‌্যাব-৮ এর সদস্যরা ৩৮ দস্যুকে থানায় হস্তান্তর করেন। পরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়। ৩৮ দস্যুর মধ্যে দস্যু বড় ভাই বাহিনীর ১৮ সদস্যদের নামে র‌্যাব-৮ এর উপ-পরিচালক আমজাদ হোসেন এবং ভাই ভাই ও সুমন বাহিনীর ২০ সদস্যদের নামে উপ-পরিচালক সৈয়দ উজ্জামান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন।

বাগেরহাট আদালতে নিযুক্ত পুলিশ পরিদর্শক (ওসি) কাজী দাউদ হোসেন জানান, মোংলা থানা থেকে দস্যুদের আদালতে পাঠালে বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ দস্যুদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন