অবশেষে জামিন পেলেন খালেদা জিয়া

  12-03-2018 02:41PM

পিএনএস ডেস্ক:জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে জামিন দেন আদালত। তবে এ সময়ের মধ্যে আপিল শুনানির জন্য প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। ৩২ দিন কারাবন্দি থাকার পর জামিন পেলেন তিনি।

জামিন আদেশ শুনতে দুুপুরের আগেই আদালতে ভীড় করেন দুই পক্ষের আইনজীবীরা। দুপুরে এজলাসে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ,ব্যারিস্টার মওদুদ আহমদ,ড.খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা। দুইপক্ষের আইনজীবীদের ভীড়ে কানায় কানায় ভরে উঠে এজলাস কক্ষ।দুপর দুইটার কিছু পরে এজলাসে আসেন বিচারকরা।দুইপক্ষের শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট ।

এদিকে সকাল থেকেই আদালত প্রাঙ্গনে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন