খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে দুই আবেদন

  13-03-2018 01:11PM

পিএনএস ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে দুুইটি আবেদন করা হয়েছে।

মঙ্গলবার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় প্রথম আবেদনটি করে দুর্নীতি দমন কশিশন (দুদক)। এ তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান জানান, দুপুর ২টায় চেম্বার আদালতে আবেদনটির শুনানি হবে। এর এক ঘন্টা পর রাষ্ট্রপক্ষ থেকেও জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আরেকটি আবেদন করা হয়। অ্যাটর্নি জেনারেল একরামুল হক তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর দেড়টায় চেম্বার আদালতে আবেদনটি উপস্থাপন করা হবে। এর আগে গতকাল বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন।

গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- দেন। বাকি আসামিদের ১০ করে সশ্রম কারাদণ্ড দেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন