মাদারীপুরে দুই জনের যাবজ্জীবন

  27-06-2018 06:19PM

পিএনএস ডেস্ক : মাদারীপুরে মস্তফা মাদবর নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরিফউদ্দিন আহমেদ এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবচর উপরজেলার উমেদপুরের আলাউদ্দিন মাদবরের ছেলে আবু তালেব মাদবর ও সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসিকান্দির আয়উব খালাসীর ছেলে শাহাদাৎ খালাসী।

মামলায় গ্রেফতারের পরে আসামিরা জামিন নিয়ে পলাতক রয়েছেন।

মামলার বিবরনেণে জানা যায়, শিবচর বাজারে হোটেল ব্যবসাকে কেন্দ্র করে মস্তফা মাদবরের সাথে তার ছোট ভাই আবু তালেবের সাথে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে ১৯৯৭ সালের ৪ এপ্রিল রাতে আবু তালেব তার সহযোগী শাহাদাৎকে নিয়ে হোটেলের মধ্যে ঘুমন্ত মস্তফাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা কনরে।

ঘটনার পরদিন মস্তফার স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে শিবচর থানায় দুইজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। পরে ১৯৯৮ সালের ৩১ মে থানার এসআই খালেক আবু তালেব ও শাহাদাতের নামে আদালতে চার্জশীট দেন।

বুধবার দুইজনকে যাবজ্জীবন দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরও ৬ মাসের জেল ধার্য করেন বিচারক।

মাদারীপুর জেলা দায়রা জজ আদালতের পিপি মো. এমরান লতিফ বলেন, হোটেল ব্যবসায় বিরোধের জেরে আসামিরা হত্যাকাণ্ডে লিপ্ত হয়। বিচারক মামলার দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এতে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি জানিয়েছে।

পিএনএস/জে এ /

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন