মগবাজারে বাসচাপা : মালিকের জামিন, চালকের নাকচ

  08-08-2018 06:19PM

পিএনএস ডেস্ক : রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেইটের কাছে মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম রানাকে বাসচাপায় হত্যার অভিযোগে গ্রেপ্তার এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক জুনায়েদ হোসেন লস্করকে জামিন দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহাদ বিন আমিন চৌধুরী তাকে জামিনের নির্দেশ দেন।

একই আদালত ওই বাসের চালক ইমরান সরদারের জামিন আবেদন নাকচ করেন। গতকাল মঙ্গলবার দুজনকে রিমান্ড শেষে আদালতে পাঠানোর পর একই আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে জামিন আবেদন শুনানির জন্য ‌আজ বুধবার দিন ধার্য করেন।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান কালের কণ্ঠকে বলেন, এসপি গোল্ডেন লাইনের মালিক জুনায়েদকে জামিন দেওয়া হয়েছে। আসামি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। এই কারণে আগামী ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে তাঁকে।

অন্যদিকে, চালকের জামিন নাকচ করা হয়েছে। শুনানির সময় আসামি পক্ষের আইনজীবীরা বলেন, মালিক ঘটনাস্থলে ছিলেন না। তাকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার দায়-দায়িত্ব তার ওপর বর্তায় না।

গত ৩ আগস্ট দুপুর দেড়টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটের পাশে এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি মিনিবাসের চাপায় সাইফুল ইসলাম রানা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন