পল্টন থানার দুই মামলায় খন্দকার মাহবুবসহ সাতজনের আগাম জামিন

  19-09-2018 04:44PM


পিএনএস ডেস্ক: পল্টন থানার দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আব্দুর রেজার খান ও নিতাই রায় চৌধুরীসহ সাতজনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার দুপুরে আদালতে আবেদনের শুনানি শেষে বিচারক তাদের জামিন দেন। তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

এর আগে পল্টন, মতিঝিল, রুপগঞ্জ, ফতুল্লা থানায় পুলিশের কাজে বাধা দেওয়া, ককটেল বিস্ফোরণসহ নাশকতার ১১মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ ছয়জনকে আগাম জামিন দেয় হাইকোর্ট।

বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ সোমবার এসব মামলায় পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত জামিন দেন।

খন্দকার মাহবুব ছাড়া অন্যরা হচ্ছেন, আব্দুর রেজাক খান, ব্যারিস্টার আমিনুল হক, নিতাই রায় চৌধুরী, সানা উল্লা মিয়া ও তৈমুর আলম খন্দকার।

একটি মামলার এজাহারে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে আসামিরা পুলিশের কর্তব্য কাজে বাধা দেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান। ওই দিন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও মিছিলের আয়োজন করেছিল বিএনপি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন