২ মামলায় মইনুল হোসেনের ৬ মাসের জামিন

  05-12-2018 03:21PM


পিএনএস ডেস্ক: রংপুর ও জামালপুরে করা দুই মানহানীর মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে ছয় মাসের জামিন দিয়েছেন আদালত।

আজ বুধবার বিচারপতি রেজাউল করিম ও বিচারপতি জাফর আহমেদের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালতে মইনুল হোসেনের পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সাথে ছিলেন আইনজীবী মাসুদ রানা।

একটি বেসরকারি টেলিভিশনের টকশো-তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। ওই টকশো-তে ব্যারিস্টার মইনুল মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ হিসেবে মন্তব্য করেছিলেন।

গত ২২ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে উত্তরায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়। এরপর তাকে রংপুরে হওয়া মানহানীর মামলায় গ্রেফতার দেখানো হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন