খুলনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে শুনানি ২৮ ফেব্রুয়ারি

  15-01-2019 06:25PM

পিএনএস ডেস্ক : খুলনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক নয়ন বিশ্বাস শুনানির এদিন ধার্য করেন।

এদিন, মামলায় অভিযুক্ত এক সাংবাদিক হেদায়েৎ হোসেন মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। তিনি জেলা ও দায়রা জজ আদালতের আদেশে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত অন্তবর্তীকালীন জামিনে রয়েছেন। তবে মামলার অপর অভিযুক্ত সাংবাদিক রাশিদুল ইসলাম আদালতে হাজির হননি।

বিবাদীপক্ষের আইনজীবী মো. মাছুম বিল্লাহ জানান, মঙ্গলবার মামলার নির্ধারিত শুনানির দিনে দুই পক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন। বিচারক মামলার নথিপত্র দেখে আগামী ২৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগে খুলনার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বাদী হয়ে বটিয়াঘাটা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলাটি দায়ের করেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন