কবিরহাটে গণধর্ষণ; ৩ আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর

  22-01-2019 09:55PM

পিএনএস ডেস্ক : নোয়াখালীর কবিরহাটের নবগ্রামে তিন সন্তানের জননীকে গণধর্ষনের ঘটনায় গ্রেফতার হওয়া ৩ আসামিকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ২ নম্বর আমলী আদালতের বিচারক নবনীতা গুহ। ডিবি পুলিশ ৭ দিনের আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন, ভিকটিমের ভাগ্নে হারুন আর রশিদ, দেবর আবদুর মান্না ও মামতো বোনের জামাই মো. সেলিম।

ভিকটিম অভিযোগ করে বলেন, নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ষড়যন্ত্র করে ভিকটিমকে সিট কেটে তাকে রিলিজ করে দেয়। পরে আদালতের নির্দেশে তাকে ফের ভর্তি করা হয়। তিনি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার না করে তার আত্মীয়দের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন।

এর আগে গ্রেফতারকৃত প্রধান আসামি জাকির হোসেন জহির রবিবার বিকেলে ১৬৪ ধারায় স্বাকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন নোয়াখালীর ২নং আমলী আদালতের বিচারক নবনীতা গুহের আদালতে। পরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন