এমপি লিটন হত্যা: শামছুজ্জোহার জামিন নামঞ্জুর

  13-02-2019 01:47PM


পিএনএস ডেস্ক: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রাক্তন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি এ জে এম শামসুজ্জোহার জামিন আবেদন নামঞ্জুর করে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুব রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ও শফিকুজ্জামান রানা।

এর আগে নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে আবেদন করেন এ জে এম শামসুজ্জোহা।

গত বছরের ৭ ফেব্রুয়ারি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রাক্তন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় অভিযোগ গঠন করেন আদালত।

অভিযোগপত্রে মামলার প্রধান আসামি প্রাক্তন এমপি (অব.) কর্নেল আবদুল কাদের খানসহ আটজনকে অভিযুক্ত করা হয়েছে। গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।

অভিযোগ গঠনের সময় আদালতে প্রাক্তন এমপি আবদুল কাদের খানসহ সাত আসামি উপস্থিত ছিলেন। তবে চার্জশিটভুক্ত এক আসামি আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পলাতক রয়েছেন। অভিযুক্ত আসামিরা হলেন-কাদের খানের পিএস শামছুজ্জোহা, কষাই সুবল চন্দ, গাড়ি চালক হান্নান, ভাতিজা মেহেদী হাসান, শাহীন ও রানা মিয়া।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার (মাস্টারপাড়া) গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় ১ জানুয়ারি লিটনের বড় বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাত পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন