নিউমার্কেট ভবন দোতলা করার সিদ্ধান্ত অবৈধ

  14-02-2019 02:04PM


পিএনএস ডেস্ক: রাজধানীর নিউমার্কেটের একতলা ভবন দোতলা করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

এর আগে গত বছরের ১১ ফেব্রুয়ারি রাজধানীর নিউমার্কেটে একতলা ভবন দোতলা করার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুল দেন আদালত।

নিউমাকের্টের ছাদের ওপর স্টিলের চাউনি দিয়ে ১৭৮টি দোকান নির্মাণের সিদ্ধান্ত নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর প্রতিবাদে গত বছরের জানুয়ারি মাসে কয়েকশ ব্যবসায়ী সড়ক অবরোধ করেন।

পরে ঢাকার নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ম সম্পাদক সোহেল ব্যাপারী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল দেন।

রিটের চূড়ান্ত শুনানি শেষে আজ নিউমার্কেটে একতলা ভবন দোতলা করার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করলেন আদালত।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন